Search Engine Optimization(SEO)

Search Engine Optimization(SEO)

Freelancing and Outsourcing:

বর্তমানে SEO( Search Engine Optimization) সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্করই বটে।যারা নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চান অথবা আউটসোর্সিং-এ ক্যারিয়ার গড়তে চান তাদের কাছে SEO একটি সম্ভাবনার নাম। প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে এবং ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে।

SEO এমন একটা সেক্টর যেখানে আপডেট থাকতে পারলে কেউ আপনাকে সফলতা অর্জনে আটকাতে পারবে না।বর্তমানে এই পেশাকে একটি বিশাল ক্যারিয়ার হিসেবে দেখা হচ্ছে। তবে আপনার মধ্যে যে বিষয়টি থাকতে হবে তা হচ্ছে- স্বদিচ্ছা আর চেষ্টা যার কোনো বিকল্প নাই।

মজার ব্যাপার হচ্ছে এই কাজের জন্য পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না এবং তুলনামূলকভাবে সহজ।তারপরেও প্রতিনিয়ত বাড়ছে কাজের চাহিদা।এর কারন যেকোনো কোম্পানির প্রচার এবং প্রসার একজন এস.ই.ও. স্পেশালিষ্ট এর উপর নির্ভর করে।

খুব অল্প সময়ে কাজটি শিখে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। একজন  SEO স্পেশালিষ্টকে কোনো কোম্পানিতে যেয়ে কাজ করার প্রয়োজন হয় না, ঘরে বসেই তিনি কোম্পানির  অথবা স্ব- উদ্যোগী হয়ে কাজ করতে পারেন।

তাই আর দেরি না করে এখনি কোর্সটি করে ফেলুন।

SEO সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানাঃ
PeopleNTech Institute of Information Technology
Address: 151/7, Good Luck Center (7th Floor), Panthapath Signal, Green Road, Dhaka-1205

Website: www.piit.us
Email: [email protected]
Contact No: +880 1799 446655

Share