Job Fair at PeopleNTech of Bangladesh Branch.

Job Fair at PeopleNTech of Bangladesh Branch.

গত সোমবার(০৪.০৬.২০১৮)পিপলএনটেক বাংলাদেশ ক্যাম্পাস পিপলএনটেক এবং বিডিটাস্ক-এর যৌথ উদ্যোগে, পিপলএনটেক থেকে সফলভাবে বিভিন্ন প্রফেসনাল ট্রেইনিং সম্পূর্ন করা ছাত্রছাত্রীদের জন্যে জব ফেয়ার এর আয়োজন করে।এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটির ম্যানেজিং ডিরেক্টর লায়ন মোহাম্মেদ ইউসুফ খান। তিনি উপস্থিত পিপলএনটেক থেকে ট্রেইনিং সম্পূর্ন করা ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।তিনি তাদের উদ্দ্যেশে বলেন-“এখনি সময় নিজেকে গড়ে তোলার, দক্ষ কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। পরিশ্রম আর অধ্যাবসায় এর মাধ্যমে যেকোন বাঁধা মোকাবিলা করা সম্ভব। তিনি প্রতিশ্রুতি দেন পিপলএনটেক সবসময় তাদের পাশে আছেন এবং থাকবেন।”

এরপর ক্যান্ডিডেটদের লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে  নির্বাচন করা হয়।

প্রতিষ্ঠানটি দক্ষ আ.ই.টি প্রফেসনালস গড়ে তোলার এবং বেকারত্বের হার কমানোর লক্ষ্যে শুরু থেকে কাজ করে আসছে। কাউকে যেন আর অড জব করতে না হয় সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ট্রেইনিং এর পাশাপাশি জব প্লেসমেন্ট নিয়ে কাজ করছে।
তাই যদি কেউ আই.টি. সেক্টরে ক্যারিয়ার গড়তে চান অথবা চিন্তা করছেন কোন প্রফেসনাল ট্রেইনিং নিয়ে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলবেন তাহলে যোগাযোগ করতে পারেন-পিপলএনটেক বাংলাদেশ ক্যাম্পাসে।

যোগাযোগের ঠিকানা:
পিপলএনটেক ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
১৫১/৭, গুড লাক সেন্টার, ৮ম তলা
গ্রীণ রোড, ঢাকা-১২০৫

Share