
শিখুন , জানুন এবং আয় করুন গ্রাফিক ডিজাইন থেকে

অনলাইন অফলাইন সব পথই মুক্ত , শুধু আপনার থাকতে হবে অভিজ্ঞতা যুক্ত….
নকশা করার প্রচলন চলে আসছে সেই প্রাচীনকাল থেকে । মনের মাধুরী মেশানো রং দিয়ে , টুলস দিয়ে নকশা বা ডিজাইন করতে অনেকেই বেশ পছন্দ করেন । এই পছন্দটাকেই যদি নিতে চান পেশা হিসেবে তাহলে আপনি শিখতে পারেন গ্রাফিক ডিজাইন ।
গ্রাফিক ডিজাইন কি?
সৃজনশীল চিন্তাধারার মাধ্যমে বিভিন্ন নকশা বা ডিজাইনকে ভিজ্যুয়ালি উপস্থাপন করাকে বলে গ্রাফিক ডিজাইন ।
গ্রাফিক ডিজাইনাররা ভিজ্যুয়াল চিন্তাধারার মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে উপস্থাপন করেন বিভিন্ন নকশা বা ডিজাইন দ্বারা ।
গ্রাফিক ডিজাইন কীভাবে পেশা হতে পারে ?
গ্রাফিক ডিজাইন পেশাটি এখন এমন পর্যায়ে আছে যে , বিভিন্ন কোম্পানিতে বেশ ভালো পজিশন এবং ভালো সেলারিসহ এই জব করতে পারবেন । চাইলে আপনি অফিসে না যেয়েও বাসায় বসে টাকা উপার্জন করতে পারবেন ফ্রীলান্সিং এর মাধ্যমে ।
গ্রাফিক ডিজাইনে কি কি সফটওয়্যার রয়েছে ?
গ্রাফিক ডিজাইনে কাজ করার জন্য রয়েছে বিভিন্ন ধরণের সফটওয়্যার। যেমনঃ
- Adobe Photoshop ,
- Adobe Illustrator ,
- Adobe InDesign ,
- Adobe XD ডিজাইনের ক্ষেত্রে মূলত এসব সফটওয়্যার ব্যবহার করা হয় ।
কীভাবে শিখতে পারেন ?
ধাপ ১ – বেসিক থেকে শেখার জন্য আপনাকে প্রথমে জানতে হবে বা কাজ শুরু করতে হবে Adobe Illustrator দিয়ে । Illustrator এর বিভিন্ন টুলস ( যেমনঃ Move Tool , Marquee Tool , Path Selection Tool , Pen Tool , Type Tool , Path Selection Tool etc )সম্পর্কে জানার পর আপনি নিজে নিজে সাধারণ কিছু নকশা তৈরি করতে পারেন ( যেমনঃ বিভিন্ন দেশের পতাকা , বিভিন্ন বৃত্তের ডিজাইন , বিভিন্ন আয়তকার ডিজাইন ইত্যাদি ) । প্রথম ডিজাইনটি করার পর দেখবেন আপনার আগ্রহ বেশ বেড়ে যাবে , তখন আরও বিভিন্ন টুলস দিয়ে বিভিন্ন নকশা তৈরি করবেন ।
ধাপ ২ – Illustrator এ আয়ত্ত চলে আসলে কাজ শুরু করবেন Adobe Photoshop দিয়ে । Photoshop সাধারণত ফটো ইডিটিং , মকআপ এর জন্য ব্যবহার হয় । এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইনও অনুশীলন করতে পারবেন।
গ্রাফিক ডিজাইনে আপনাকে মূলত সৃজনশীল হতে বলা হয় । আপনি আপনার কাজে যত বেশি সৃজনশীলতা দেখাতে পারবেন , তত বেশি কাজের প্রসার বাড়বে । সৃষ্টিশীল হওয়ার পাশাপাশি আপনাকে হতে হবে রং প্রয়োগে রুচিশীল । ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে পারলে আপনার কাজের দক্ষতা আরও সুনিপুণ হয়ে উঠবে ।
নতুনরা অনেকে এটা বলতে পারেন , ডিজাইন তৈরির ক্ষেত্রে কীভাবে সৃজনশীল চিন্তা তৈরি করব ? মাথায় তো তেমন কিছু আসে না ………
এই সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে একটু বেশি খোঁজাখুঁজি করতে হবে । কীভাবে?
যে ডিজাইন করতে চান সেই ডিজাইনের কিছু ডেমো বা স্যাম্পল গুগলে সার্চ করে ডাউনলোড করে নেবেন । সেই ডিজাইন গুলো দেখে আপনিও হুবুহু তেমন করে করার চেস্টা করবেন । এভাবে বেশ কিছু ডিজাইন তৈরি করবেন । অনুশীলন করতে থাকলে দেখবেন অনেক নিখুত কাজ করা শিখে যাবেন ।
এ তো গেলো অন্য ডিজাইন দেখে অনুশীলন করা । যে টপিক নিয়ে কাজ করতে চান সেই রিলেটেড বিভিন্ন ডিজাইন থেকে ধারণা নিয়ে নিজের ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন , ধীরে ধীরে দেখবেন ডিজাইনগুলো নিজের চিন্তাধারার আয়ত্তে চলে আসবে ।
ধাপ ৩ – অনলাইন মার্কেটপ্লেসে ফ্রীল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে আপনাকে দেখতে হবে ফাইবার ( ফাইবার সম্পর্কে বিস্তারিত জানুন ) , আপওয়ার্ক , ফ্রীল্যান্সার এর মত সাইটগুলো ।
আর এরজন্য আপনাকে নিজের কাজের প্রোফাইল বা গিগ সাজিয়ে কাজ শুরু করতে হবে ।
অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে ইচ্ছুক না থাকলে তাদের জন্য রয়েছে চাকরির বাজার। বর্তমানে জব সেক্টরে গ্রাফিক ডিজাইনের বেশ চাহিদা রয়েছে । প্রায় সব কোম্পানিতেই রয়েছে গ্রাফিক ডিজাইনার পজিশন ।
কারণ একটি কোম্পানিকে বা কোম্পানির প্রতিটি কাজ কর্মকে ভিজ্যুয়ালি উপস্থাপন করতে হলে প্রয়োজন গ্রাফিক ডিজাইনারের ।
আপনি যে শুধু গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন তা কিন্তু নয় , বিভিন্ন আইটি সেন্টার গুলোতে হতে পারেন গ্রাফিক ডিজাইনার ট্রেইনার ।
এখন কথা হল কীভাবে , কোথায় শিখবেন ?
বেসিক গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানার জন্য আপনি পরিশ্রমী এবং আগ্রহী হলে নিজে নিজেই শিখতে পারবেন ।
শুধু আপনার থাকতে হবে একটা ল্যাপটপ / পিসি এবং ইন্টারনেট এক্সসেস আর শেখার জন্য তো রয়েছেই গুগল মামা ।
আসে পাশে খেয়াল করলে দেখতে পাবেন অনেকেই কাজ করেন গ্রাফিক ডিজাইন নিয়ে । আপনি তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন কোনো সমস্যার সম্মুখীন হলে ।
তবে দেখা যায় আলসেমির অভাবে সঠিক ভাবে শেখা হয়ে ওঠে না বা শেখার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে বা কীভাবে সব ধাপ অতিক্রম করতে হবে সেসব নিয়ে থাকে অনেক প্রশ্ন । আর তাই চাইলে আপনি কোনো আইটি সেন্টার যেমনঃ পিপলএনটেকে করতে পারেন গ্রাফিক ডিজাইনের কোর্স যেখানে আপনি বেসিক থেকে শুরু করে মার্কেটপ্লেসে কীভাবে প্রফেশনালি কাজ করতে হয় তা জানতে পারবেন ।
আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হল , গ্রাফিক ডিজাইনের কাজ করতে হলে আপনাকে অবশ্যই হতে হবে সৃষ্টিশীল এবং ধৈর্যশীল ।
এখানে দুটি প্রধাণ সফটওয়্যার নিয়ে কথা বলা হয়েছে । এগুলো আয়ত্ত করতে পারলে আপনি বিভিন্ন ধরণের কাজ করতে পারবেন যেমনঃ
- Logo design ,
- canvas design,
- shopify design,
- Mockup Design ,
- pre-press design,
- Business Card Design ,
- book cover design,
- e-book design,
- stamp design,
- post card design,
- poster design,
- Vector Tracing,
- Brochure Design,
- flyer design,
- page illustration,
- photo editing,
- Portfolio Design ,
- Web Template Design ,
- web banner design and other graphic design work
গ্রাফিক ডিজাইন থেকে কেমন আয় করা যায় ?
আমাদের একটা বড় সমস্যা হল কোন কাজ শুরু করার আগেই সেটার ডিমান্ড কেমন হবে সেটা নিয়ে পড়ে যাই কিন্তু একবারও কি ভেবে দেখেন যে আপনি সেই বিষয়ে দক্ষ হতে পেরেছেন কিনা ?
কেউ যাতে আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তাই নিজেকে প্রথমে দক্ষ করে তুলুন । আর নিজেকে দক্ষ করে তুলতে পারলে আপনার ডিমান্ডের পিছনে ছুটতে হবে না , ডিমান্ড আপনার পিছনে ছুটবে । এটা শুধু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে নয় , যেকোনো ক্ষেত্রের জন্য সত্যি ।
যদি দক্ষতা অর্জন করে চাকরির বাজারে আসেন তবে শুরুতেই মাসিক ২৫ – ৩০ হাজার টাকা আয় করা সম্ভব ।
এছাড়াও অনলাইন মার্কেটপ্লেসে নিয়মিত কাজ করলে মাসিক ৬০-৭০ হাজার টাকা আয় করা যায় ( তবে প্রথম দিকে আয়ের পরিমাণ কাজ পাওয়ার উপর নির্ভর করে ) ।
এত টাকা কি আসলেও কেউ আয় করে?
ফ্রীল্যান্সিং জগতে গ্রাফিক ডিজাইনারদের রয়েছে বেশ প্রভাব । শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাড়তি আয়ের জন্য অথবা নিজের পড়াশুনার খরচ অথবা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে চাইলে গ্রাফিক ডিজাইনিং এর মাধ্যমে করতে পারেন ফ্রীল্যান্সিং ।
পরিচিত এমন অনেকজনকে দেখেছি যারা নিজেদের পড়াশুনার খরচ নিজে বহন করছে ।শুধু শিক্ষার্থীরা নয় হাউজ ওয়াইফরাও সংসারের পাশাপাশি গ্রাফিক ডিজাইনকে নিতে পারেন পেশা হিসেবে ।
আশেপাশে কান রাখলেই জানতে পারবেন গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক সাফল্য কথা । পরিশ্রম ও অনুশীলন করতে থাকলে আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন ।
গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে আরও জানতে এবং ফ্রী কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
১৫১/৭, গুড লাক সেন্টার (৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড়, ঢাকা – ১২০৫, বাংলাদেশ
০১৭৯৯ ৪৪৬৬৫৫
ওয়েবসাইটঃ www.peoplentech.com.bd
