লারাভেল খুঁটিনাটি

লারাভেল খুঁটিনাটি

কর্পোরেট দুনিয়ায় ওয়েব ডেভলপমেন্টের জন্য বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্রেমওয়ার্ক হল “Laravel”।

নতুনদের PHP Laravel Framework কথাটা শোনার পর প্রথমেই কিছু কথা মাথায় আসে। কোন কথাটা মাথায় আসে বলেন তো? আচ্ছা আমি বলি, মিলে কি না জানাবেন,

পিএইচপি নাম টা তো পরিচিত মনে হয়, ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য নাকি প্রয়োজন হয়।

লারাভেল ফ্রেমওয়ার্কটা আবার কি জিনিস, কখনও তো শুনিনি, জানতে হবে তাহলে।

সব ই বুঝলাম কিন্তু PHP Laravel Framework একসাথে বলা হচ্ছে। কেনো?

চলুন হালকা কিছু জেনে নেই PHP Laravel Framework সম্পর্কে,

পিএইচপি কি ?

  • পিএইচপি হল Personal Home Page, কিন্তু বর্তমানে একে  Hypertext Preprocessor হিসেবে বলা হয় ।
  • একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা স্ট্যাটিক ওয়েবসাইট বা ডায়নামিক ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়।

লারাভেল ফ্রেমওয়ার্ক কি?

  • লারাভেল একটি ওপেনসোর্স ওয়েব ফ্রেমওয়ার্ক। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি তে আরও দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করার জন্য ব্যবহার করা হয় এটি।
  • ফ্রেম ওয়ার্ক বলতে বুঝায় ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের জন্য সব টুল এক জায়গাতেই আছে বা সব কিছু তৈরিই আছে, শুধু ইন্সটল করে ব্যবহার করতে জানতে  হবে।

পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক :

“লারাভেল”  পিএইচপি ফ্রেমওয়ার্ক দুনিয়ায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। ডেভেলপারদের কাজকে আরও বেশি সহজ করে তোলার জন্য মূলত লারাভেল ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের কাজ খুব সহজেই করা যায় ।   

ইন্সটলেশন প্রক্রিয়া :

শুরুতেই আপনার পিসি বা ল্যাপটপে যা যা থাকতে হবে, না থাকলেও ইন্সটল করে নিতে হবে,

  • Local PHP Environment
  • Database MySQL
  • PHPUnit installed

PHP তে থাকতে হবে ,

  • PHP => 7.2.0
  • BCMath PHP Extension
  • Ctype PHP Extension
  • JSON PHP Extension
  • Mbstring PHP Extension
  • OpenSSL PHP Extension
  • PDO PHP Extension
  • Tokenizer PHP Extension
  • XML PHP Extension

লারাভেল ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে Composer  ইন্সটল করা আছে কিনা ।

  • লারাভেল কি ?
  • কিভাবে ইন্সটল করতে হয় ?
  • ইন্সটল এর সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ?
  • কোন কোন বিষয় আগে থেকে জানতে হবে ?
  • কিভাবে ধাপে ধাপে লারাভেল শিখতে হয় ?
  • কি দিয়ে শুরু করতে হয় ?
  • চাকরিক্ষেত্রে এর প্রাধান্য কেমন ?

এমন অনেক প্রশ্নের উত্তর জানতে এবং প্রফেশনালি লারাভেল শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের রয়েছে মানসম্মত অভিজ্ঞ প্রশিক্ষক, রিয়েল টাইম প্রজেক্ট সিস্টেম এবং পর্যাপ্ত ল্যাব ব্যবস্থা।

ভর্তির সুবিধা এবং আগ্রহ দৃঢ় করার লক্ষ্যে আমাদের কোর্স সম্পর্কে যেকোনো কিছু জানতে যোগাযোগ করুন আমাদের ঢাকা ব্রাঞ্চে ।

যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন,
১৫১/৭, গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড়, ঢাকা – ১২০৫, বাংলাদেশ
ফোন নং – ০১৭৯৯৪৪৬৬৫৫
ওয়েবসাইটঃ www.peoplentech.com.bd
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/peoplentechbd/

Share