সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইবার (Fiverr)

সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইবার (Fiverr)

                                       

 ফ্রীল্যান্সারদের অনলাইন মার্কেটপ্লেসের একটি হল ফাইবার , যার কর্ম মূল্য শুরু হয় ৫$ থেকে । সহজ কথায় ক্রয়কারী এবং বিক্রয়কারীদের যোগাযোগ করার অন্যতম একটি মাধ্যম বা সেতু বলা যেতে পারে ।যাদের কর্মী দরকার এবং যাদের কাজ দরকার তাদের জন্যই মূলত এই প্লাটফর্ম ।

ইসরাইলের একটি কোম্পানি ২০১০ সালে ফাইবার প্রতিষ্ঠা করেন । এটি শুধু ইসরাইলের মধ্যেই সীমাবদ্ধ নেই , প্রসার রয়েছে বিশ্বব্যাপী ।

যারা ঘরে বসে অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিজের স্বাধীন মত কাজ করতে  অথবা কাজ পেতে পছন্দ করেন তাদের জন্য এই সাইট । কাজগুলো যারা দেন ও যারা করেন তারা “ একটি নির্দিষ্ট কাজের জন্য ” অথবা “ ঘণ্টা ” হিসেবে চুক্তি করে থাকেন । কাজ , চুক্তি এবং দক্ষতার উপর নির্ভর করে  পেমেন্ট ডিল করা হয় । এখানে বিভিন্ন ধরণের কাজ রয়েছে । যেমন  – Logo design , Transcript , Video creation , Backlinks , Social signals  ইত্যাদি ।

ফাইবারে কাজ করার জন্য আপনাকে অবশ্যই  গিগ সাজাতে হবে । এখন প্রশ্ন হল গিগ কি?

“ মনে করুন আপনার একটি দোকান আছে , আপনি সেই দোকানটি সুন্দর করে সাজিয়ে রেখেছেন বিভিন্ন জিনিস দিয়ে । ক্রেতা দোকানে এসে আপনার সাজিয়ে রাখা জিনিসগুলো দেখবেন । দেখার পরে কিছু পছন্দ হলে সে সেই জিনিসটার জন্য অর্ডার করবেন । “

গিগ টাও ঠিক তেমন । আপনি আপনার কাজ গুলো ফাইবারে সুন্দর করে সাজিয়ে রাখবেন । ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখে পছন্দ করলে অর্ডার করবেন অথবা আপনার সাথে কাজের ডিল করবেন । এই নির্ধারিত “কাজ” টাকে বলা হচ্ছে গিগ ।

ফাইবার একটি দ্রুত বৃদ্ধিমান অনলাইন গিগ সার্ভিস । এটি অনলাইন মার্কেটে সবচেয়ে বেশি গিগ ধরে রেখেছে , যার সংখ্যা প্রায় ২০,০০,০০০ ।

ধাপ ১- প্র্যাকটিস / অনুশীলন

ফাইবার বা অনলাইন জগতে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়ে পুরোপুরি জ্ঞ্যান অর্জন করতে হবে । সেটা অর্জন করে আবার বসে থাকলে কিন্তু হবে না , সাথে আপনাকে প্র্যাকটিসও করতে হবে । কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কাজই সুনিপুণ হওয়া সম্ভব না । তাই অবসরের বেশিরভাগ সময় অনুশীলনের পিছনে ব্যয় করুন ।

কাজ বিষয়ক কোনো সমস্যায় পরলে আশেপাশে দক্ষ কেউ থাকলে তাদের সাহায্য নিতে পারেন ।

ধাপ ২ – ফাইবার একাউন্ট

আপনি যদি মনে করেন এখন আপনি কাজ করতে পারবেন তাহলে

১ ।  প্রথমে  www.fiverr.com সাইটে যাবেন

২।  নতুন একাউন্ট খোলার জন্য জয়েনে ক্লিক করে মেইল আর পাসওয়ার্ড তৈরি করে ফাইবারে প্রবেশ করবেন

৩।  আপনি কি হিসেবে সেখানে থাকতে চান ? বায়ার / সেলার সেটা কনফার্ম করবেন

৪।  সেখানে চাওয়া তথ্যগুলো দিয়ে নিজের প্রোফাইলটি সাজাবেন

৫।  সাজানো হয়ে গেলে গিগ তৈরি করবেন  

৬। গিগ তৈরির পর একাউন্ট ভেরিফাই করবেন

এইতো হয়ে গেল আপনার ফাইবার একাউন্ট ।     

ধাপ ৩ – গিগ

গিগকে সুন্দর করে সাজানোর জন্য অন্যদের গিগ গুলো দেখে ধারণা নিন  আর পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শও নিতে পারেন ।

১। বর্ণনা

গিগ এর বর্ণনা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ । এর উপরও ডিপেন্ড করে আপনি  কেমন কাজ পাবেন । এক্ষেত্রে যারা ফাইবারে টপে আছে তাদের বর্ণনাগুলো দেখে ধারণা নিতে পারেন কিন্তু ভুল করেও তাদেরটা কপি করবেন না । কপি করলে আপনার একাউন্টি ব্যান হয়ে যাবে । তাই ধারণা নিয়ে নিজের মত করে বর্ণনা সাজিয়ে নিন ।

২। ট্যাগ এবং কীওয়ার্ড সেটআপ 

ট্যাগ এবং কীওয়ার্ড সেটআপ গিগের সার্চ রাঙ্কিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।ট্যাগ এবং কীওয়ার্ড দেওয়ার পর সেখানে ডেলিভারির সময় উল্লেখ করতে হয় । আপনি সেখানে ডেলিভারির সময়  “ 1 day ” দিবেন ।

সবকিছু সঠিকভাবে সেটআপ হয়ে গেলে আপনার একাউন্ট লাইভ হয়ে যাবে ।অবসর সময়  এর পিছনে ব্যয় করুন এবং আয় করুন ।

ধন্যবাদ

Share