ইথিক্যাল হ্যাকিং এর উপর ফ্রী ক্লাস

ইথিক্যাল হ্যাকিং এর উপর ফ্রী ক্লাস

ইথিক্যাল হ্যাকিং এর উপর ফ্রী ক্লাসে অংশগ্রহন করে জানুন ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিস্তারিত।

আগামী 31 March 2018, PeopleNTech এ -অনুষ্ঠিত হচ্ছে ইথিক্যাল হ্যাকিং অথবা CEH (Certified Ethical Hacking) এর ফ্রি ক্লাস।

ফ্রি ক্লাস করতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন লিংক:  https://goo.gl/forms/R4WbbmoTw9QPYGao1

হ্যাকিং শব্দটা শুনলেই অনেকের মধ্যে ভয় কাজ করে। আসলে প্রত্যেকটি বস্তুরই ভালো এবং খারাপ দুইটা দিকই রয়েছে। প্রযুক্তি তার নিজের মতো করে এগিয়ে চলেছে। আপনি সেটাকে কিভাবে কাজে লাগাবেন তা সম্পূর্ন নির্ভর করছে আপনার উপর।

ইথিক্যাল হ্যাকিং কি এবং ইথিক্যাল হ্যাকার কারাঃ

হ্যাকিং হচ্ছে – এমন একটি প্রক্রিয়া যা যেকোন সিস্টেম- এর (কম্পিউটিং/নেটওয়ার্কিং সিস্টেম) ত্রূটি খুঁজে বের করে এবং মূল সিস্টেমে প্রবেশ করে সিস্টেমটিকে নিরাপত্তা দেয়া আর নিয়ন্ত্রন করা।আর যারা এই কাজটি করেন তারা হচ্ছে এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার। এথিক্যাল শব্দের বাংলা অর্থ হচ্ছে নৈতিক বা বৈধ।তার মানে ইথিক্যাল হ্যাকার যারা তারা নৈতিকতা মেনে হ্যাকিং এর কাজটি করে থাকেন। একজন এথিক্যাল হ্যাকার কম্পিউটার এর সিকিউরিটি সম্পর্কে খুব ভালো ধারনা রাখেন।

এখন কেউ যদি কোন সোর্স অথবা প্রতিষ্ঠানের অনুমতি না নিয়ে সিস্টেমে প্রবেশের চেষ্টা করে তখন তাদের ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়।তারা সাধারণত সিকিউরিটি ভেঙ্গে সিস্টেমের ক্ষতি সাধন করে। একজন এথিক্যাল হ্যাকার কখনোই এই কাজটি করেন না।

ইথিক্যাল হ্যাকিং এর চাহিদাঃ

লক্ষ্য করলে দেখা যায় পিছনের কয়েক বছরে এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকারদের চাহিদা অসম্ভবভাবে বেড়ে গেছে।আর তার কারণ হচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তির এগিয়ে যাওয়া। প্রযুক্তির ব্যবহার আমাদের জন্য যেমন আশির্বাদ,তেমনি এর ব্যবহারের কারনে প্রতিনিয়ত বাড়ছে নিরাপত্তা ঝুঁকি । আর এই ঝুঁকি কমাতে প্রয়োজন  হোয়াইট হ্যাট হ্যাকার বা নৈতিক হ্যাকারদের।আমরা যদি আমাদের দেশের দিকেই তাকাই তাহলে দেখতে পাব পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে,বেতন গ্রহন,টিকিট কাটা,চাকরীর আবেদন সব কিছুই এখন ইন্টারনেট/এ্যাপ্লিকেশন নির্ভর।তাই সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলি তাদের ব্যবসা এবং সিকিউরিটি নিয়ে অনেক বেশী চিন্তিত।আর তা মাথায় রেখে প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়ত শরণাপন্ন হচ্ছে এথিক্যাল হ্যাকারদের।

আর তাই ইথিক্যাল হ্যাকিং এর চাহিদা এবং জনপ্রিয়তার কথা চিন্তা করে পিপলএনটেক নিয়ে এলো  এথিক্যাল হ্যাকিং-এর উপর সম্পূর্ণ কোর্স এবং সাথে প্রেকটিক্যাল প্রজেক্ট। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের পিপলএনটেক ক্যাম্পাসে আর ফ্রি ক্লাস করে জেনে নিন হ্যাকিং এর যাবতীয় তথ্য।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

যোগাযোগ: 151/7, Good Luck Center (7th Floor), Panthapath Signal, Green Road, Dhaka-1205
মোবাইলঃ +8801799446655, +8801611446699
ওয়েবসাইট: www.piit.us

 

Share