জেনে নিন কিছু ইন্টারভিউ টিপস্

জেনে নিন কিছু ইন্টারভিউ টিপস্

গা ছমছম কী হয় কী হয়!!

কী ভয় পেয়ে গেলেন নাকি!!?? না ভয়ের কিছু নেই। আপনাদের কিছু অনুভূতির কথা প্রকাশ করলাম, মনে কিছু নেবেন না।
এমন একটা অনুভূতি প্রকাশ পায় কোথায় বলেন তো? থাক আমি বলছি, সেই জায়গার নাম হল ইন্টারভিউ বোর্ড।

ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে একেকজনের মনে যে কী চলে তা কেবল তিনিই ভালো বলতে পারবেন যিনি এটি ফেস করে।
যারা ইন্টারভিউ দিতে অভ্যস্ত তাদের মোটামুটি ধারণা থাকে ইমপ্রেশনটা কেমন হওয়া উচিত? প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হয়?
সমস্যা হয়ে যায় যারা পুরোপুরি ফ্রেশার তাদের জন্য।

তাদের জন্যই আজকের এই টুকিটাকি টিপস,

প্রথমেই আপনাকে বুঝতে হবে ইন্টারভিউ কী জিনিস?

৭/৮ মিনিট বা তার চেয়ে কম অথবা বেশি সময়ের আলাপচারিতার মাধ্যমে আপনি সেই চাকরি বা কাজ বা প্রজেক্টের জন্য পারফেক্ট কী না সেটাই নির্ধারণ করে ইন্টারভিউ বোর্ড।

প্রত্যেক প্রার্থীর উচিত ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে নিজেকে কিছু দিক দিয়ে প্রস্তুত রাখা।
কারণ জানতে চাইলে বলব আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকে অনেক বেশি জানেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে যেয়ে তার কাংখিত প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রকাশ করতে পারেন না।
আবার অনেকে তেমন প্রস্তুতি না নিলেও বেশ ভালো পারফরম্যান্স করে এবং চাকরিটা পেয়ে যায়।

উদাহরণের এই দুই চরিত্রের বৈশিষ্ট্য বা প্রস্তুতিকৃত কিছু পার্থক্য থাকার কারণে এই গ্যাপটি তৈরি হয়েছে।

একটা প্রবাদ প্রচলিত রয়েছে “First Impression is the Last Impression”– এটি সব পরিস্থিতির জন্য সত্য, হোক তা ইন্টারভিউ বোর্ড, কোনো ক্লায়েন্টের সাথে মিটিং, অফিসের প্রথম দিন বা নতুন কোনো কিছু শুরু করার প্রথম দিন।

এই প্রথম সাক্ষাৎকারেই একজন ব্যক্তি পুরোপুরি আপনাকে বিচার করে। সহজ ভাষায় বললে First Impression মানে কিছু সময়ের মধ্যেই একজন ব্যক্তির নিজেকে রিপ্রেজেন্ট করা।
সেজন্য ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার আগে নিজের ইমপ্রেশনটি সবার সামনে কীভাবে প্রকাশ করবেন তা গুছিয়ে নেয়া বেশ জরুরি।

গুছাতে যে বল্লাম এখন কথা হল কী কী গুছাবেন?

নিজেকে গুছাতে হবে। কীভাবে?

  • কী পোশাক পরা উচিত এটা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। দ্বিধা দূর করার জন্য বলি ফরমাল পোশাক সবচেয়ে বেশি গ্রহনযোগ্যতা পায় ইন্টারভিউ বোর্ডে। এক্ষেত্রে কালার নির্বাচনের দিকেও রাখতে হবে সজাগ দৃষ্টি। পোশাকটি পরিধানের পর যেনো দেখতে বেমানান না লাগে সেদিকেও নজর দিতে হবে।
  • বোর্ডে প্রবেশ করার পূর্বে অবশ্যই মোবাইল ফোন সাইলেন্ট করতে ভুলবেন না।
  • বাচনভঙ্গি হতে হবে সাবলীল।
  • অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বে উল্লেখিত জায়গায় অবস্থান করবেন।
  • যেই পদের জন্য ইন্টারভিউ দেবেন সেই বিষয়ে তো পড়াশোনা করতেই হবে, সাথে যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির যতটুকু জানা যায় তা জেনে যেতে হবে।

যেকোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য confidence ধরে রাখা গুরুত্বপূর্ণ বিষয় গুলোর একটি। এই আত্মবিশ্বাসের জোরেই হয়ত পেয়ে যেতে পারেন আপনার কাংখিত চাকরিটি।

Share